বিদায় বেলায় শহরে শেষ কামড় শীতের। উত্তরে হওয়া দাপটে শনিবার খানিকটা নামল শহরের তাপমাত্রার পারদ। গত শুক্রবারই স্বাভাবিকের থেকে শহরের তাপমাত্রা নেমেছিল ১ ডিগ্রি। শনিবার আরো নামলো তাপমাত্রা।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। পাশাপাশি আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। কলকাতার আকাশ মেঘমুক্ত থাকবে বলেই জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।
হাওয়া অফিসের দাবি রবিবার শহরের তাপমাত্রা একই রকম থাকবে। সোমবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে। কয়েকদিন পর তাপমাত্রা কিছুটা কমলেও তা ১৪ থেকে ১৫ ডিগ্রির নিচে নামবে না বলে মনে করছে আবহাওয়াবিদরা। ফলে আগামী সপ্তাহ থেকেই শীতবিদায় পর্ব শুরু হয়ে যাবে।
Be the first to comment