আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ভোটের প্রচারে সরগরম ত্রিপুরা। শাসক-বিরোধী সব পক্ষই কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচনী ময়দানে। ৬ ও ৭ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক থেকে শুরু করে রোড-শো, জনসভা করবেন মমতা-অভিষেক।
ঠিক ওই সময় ত্রিপুরায় প্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তির বাজার এবং খোয়াইতে সভা করবেন তিনি। ১২ ফেরফেব্রুয়ারি দ্বিতীয়বার ভোট প্রচারে ত্রিপুরায় আসার সম্ভাবনা অমিত শাহের। চরিলাম ও চন্ডিপুর বিধানসভায় দুটি নির্বাচনী জনসভা করবেন তিনি।
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ৩টি জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর। ১১ তারিখ আমবাসা এবং উদয় পুরে সভা করতে পারেন তিনি। পাশাপাশি ১৩ ফেব্রুয়ারি ফের দ্বিতীয়বারের জন্য রাজ্যে আসার সম্ভাবনা নরেন্দ্র মোদির। সূত্রের খবর, নজর কাড়া কেন্দ্র আগরতলা বিধানসভা এলাকায় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী।
Be the first to comment