একে একে নিভিছে দেউটি। ফের বিজেপির বিধায়ক তালিকা থেকে একটি নাম কাটা গেল। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। রবিবার, ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। তৃণমূলের তরফ থেকেই সেই ছবি পোস্ট করা হয় টুইটার হ্যান্ডেলে।
সুমনের মতে, বিজেপিতে ঘৃণার রাজনীতি ও জনবিরোধী নীতির জন্যই দল ছেড়েছেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গেরুয়া শিবিরের মানুষের উন্নয়ন করার কোনও ইচ্ছে নেই। বিজেপি-র সাংসদ-বিধায়করা গোষ্ঠী কোন্দলে ব্যস্ত। এর জেরে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। আলিপুরদুয়ারের বিধায়কের অভিযোগ কাজ করতে না পেরেই পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ দেন তিনি। এদিন সুমন কাঞ্জিলালকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক।
উত্তরবঙ্গকে নিজেদের শক্তঘাঁটি বলে দাবি করত গেরুয়া শিবির। কিন্তু এখনও পর্যন্ত উত্তরবঙ্গেরই ৩ বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
Be the first to comment