ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক। সোমবার ভোররাতে আচমকাই দুলে ওঠে গোটা এলাকা। কম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কে। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। এর খানিকক্ষণ পরেই আবারও কেঁপে ওঠে মধ্য তুরস্ক। ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭।
এখনও অবধি প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির তথ্য জানানো না হলেও, স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে।তাতে চাপা পড়ে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রাস্তাঘাটেও ফাটল দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় তুরস্কের ভূমিকম্পের বেশকিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যদিও এগুলোর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তীব্র কম্পনের ফলে বাড়িঘর ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে, প্রচুর মানুষ ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।
Be the first to comment