গোর্খাল্যান্ড নয়, পাহাড়ের উন্নয়নই GTA-র একমাত্র লক্ষ্য: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বার্তা অনীত থাপার

Spread the love

পৃথক গোর্খাল্যান্ড নয়, GTA-র মাধ্যমে পাহাড়ের উন্নয়নই এখন তাঁর প্রধান লক্ষ্য। বুধবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এই বার্তাই দিলেন গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের প্রধান অনীত থাপা। এদিন, জিটিএ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মুখ্যমনন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।

পরে সাংবাদিক বৈঠকে অনীত বলেন, গোর্খাল্যান্ড কেন্দ্রের বিষয়, রাজ্যের কিছু করার নেই। রাজ্যের সঙ্গে পাহাড়ে উন্নয়নমূলক কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। জিটিএ-র হাতে বিভিন্ন দফতর হস্তান্তর, পাহাড়ে পঞ্চায়েত ভোট, জিটিএ এলাকার জন্য আলাদা শিক্ষক নিয়োগ কমিশন গঠন, পৃথক আইসিডিএস নীতি তৈরির মতো বকেয়া ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি চাইছেন তাঁরা। এই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি অনীতের।

তবে পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি বলে দাবি করেছেন জিটিএ প্রধান। পাহাড়ে বিমল গুরুং, বিনয় তামাং এবং অজয় এডওয়ার্ডসের দল ফের জোট বেঁধে গোর্খাল্যান্ডের দাবিতে সরব হওয়ায় তাঁদেরকেও কটাক্ষ করেন অনীত। তিনি বলেন, পাহাড়ের মানুষের প্রধান দাবি এখন উন্নয়ন। তাছাড়া গোর্খাল্যান্ড দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই। তাই যারা গোর্খাল্যান্ডের দাবি তুলছেন তাদের উচিত কেন্দ্রীয় সরকারের কাছে এ নিয়ে দরবার করা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*