সময়ের সঙ্গে লড়াই করছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ধ্বংসস্তূপের নিচে থেকে শুধুই উদ্ধার একের পর এক মৃতদেহ। পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলিয়ে কমপক্ষে ২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৪৫ হাজার ছুঁইছুঁই বলে প্রশাসন সূত্রে খবর।
প্রবল ঠান্ডা আর পেটের খিদের সঙ্গে লড়াই করছেন ভূমিকম্পে রক্ষা করা অধিবাসীরা। চোখে মুখে উদ্বেগ কমছে না। প্রিয় মানুষের খবর মেলেনি আজও, দেখতে দেখতে ১০০ ঘন্টা পেরিয়ে গেল। তুরস্ক ও সিরিয়ায় উদ্ধার কাজ অব্যাহত। উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতের তরফে পাঠানো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। নয়া দিল্লির তরফে অত্যাবশ্যকীয় ওষুধ, মেডিকেল কিট পাঠানো হয়েছে। অন্যদিকে শুক্রবার, রাষ্ট্রপুঞ্জের তরফে পাঠানো ত্রাণও সিরিয়া ও তুরস্কে পৌঁছে গেছে বলেই খবর। প্রশাসন বলছে ভূমিকম্পের কারণে শুধুমাত্র সিরিয়াতেই ৫৩ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে প্রায় ৮ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ চরম খাদ্যকষ্টের মধ্যে রয়েছেন। দ্রুত তাঁদের কাছে সাহায্য না পৌঁছতে পারলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।
Be the first to comment