ফেব্রুয়ারি মাসে শীত প্রায় নেই বললেই চলে। কলকাতার তাপমাত্রা প্রায় প্রতি দিনই ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আর মাত্র দু থেকে তিনদিন। তারপরই এ বছরের মতো রাজ্য থেকে বিদায় নেবে শীত।কিন্তু বিদায়ের আগে সোমবার একধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রার পারদ।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রার ওঠা নামার খেলা লেগেই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় আরও খানিকটা কমবে তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার এক ধাক্কায় তা কমে হল ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকেও এক ডিগ্রি কম। আগামী বুধবার পর্যন্ত দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৫ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। সোমবারের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানাচ্ছেন আবহবিদেরা। কলকাতায় সোমবার আকাশ পরিষ্কার থাকবে। সকালে ও সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ থাকবে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
Be the first to comment