সরানো হচ্ছে রাজ্যপালের প্রধান সচিবকে

Spread the love

বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে নাকি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এমনই খবর গতকাল রবিবার রাত থেকে বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে। অসমর্থিত সূত্রে খবর, রাজ্যপালের ইচ্ছাতেই তাঁর সচিবকে সরানো হচ্ছে, তবে রাজ্যপাল এখন দিল্লিতে।

প্রোটোকল অনুযায়ী, নন্দিনী চক্রবর্তীকে অব‌্যাহতি দিতে হলে রাজ্যের মুখ‌্যসচিবকে নির্দেশিকা জারি করতে হবে। তারও আগে রাজ‌্যপালের অনুমতি মুখ‌্যসচিবের কাছে পৌঁছনো জরুরি, তবে তা কার্যকর করতে পারেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও নির্দেশ মুখ্যসচিব পাননি বলে জানা গিয়েছে।

রাজনৈতিক মহলের ধারণা, নন্দিনী চক্রবর্তীকে রাজ‌্যপালের প্রধান সচিব পদ থেকে সরানো নিয়ে দিল্লিতে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। সেই সিদ্ধান্তের খবরই হয়তো আগেভাগে কেউ সংবাদমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ফলে নন্দিনী চক্রবর্তীকে সত্যিই সরানো হলে, তা রাজনৈতিক সিদ্ধান্ত বলেই কার্যত প্রমাণিত হবে।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রবিবারই রাতে একটি টুইট করে জানান, “যে বিষয়টি নিয়ে রাতে ফোনে প্রতিক্রিয়া জানতে চাইছেন, জবাব : এই বিষয়ে কোনও খবর আমাদের কাছে নেই। রাজভবন থেকেও কোনও বার্তা নেই। ফলে প্রতিক্রিয়ার প্রশ্ন নেই। হয় এটি ভিত্তিহীন রটনা। অন্যথায় দিল্লি থেকে বিজেপির কোনও রাজনৈতিক সিদ্ধান্ত, যেটি আগামিকাল বোঝা যাবে। তাই এখন কিছু বলার নেই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*