বিবিসির দিল্লি ও মুম্বইয়ের দফতরে আয়কর হানা!

Spread the love

নরেন্দ্র মোদির মুখোশ টেনে খুলে দিতেই যেন কেন্দ্রের রোষানলে বিবিসি।মঙ্গলবার সকালে দিল্লি ও মুম্বইয়ের ‘ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন’ -এর অফিসে হানা দিল আয়কর দফতর।এই ঘটনায় দেশে নতুন করে বিতর্ক ছড়াল।

প্রসঙ্গত, ২০০২-এর গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র ‘ইন্ডিয়া:দ্য মোদি কোয়েশ্চেন’-কে কেন্দ্র করে ভারতে বিতর্ক তারি হয়েছে। কেন্দ্র সরকার ভারতে এই তথ্যচিত্রটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নির্দেশ নিয়েও মামলা চলছে সুপ্রিম কোর্টে। উচ্চ আদালত, কেন্দ্রের থেকে নিষেধাজ্ঞা জারির বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছে।এই আবহে বিসিসি-র দুই অফিসে আয়কর হানা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু কেন এই হানা? এখনও পর্যন্ত এই হানার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। যদিও বিবিসির দফতরে এই হানার প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি বলেন,’বিনাশকালে বুদ্ধিনাশ ‘।

জানা গেছে, মঙ্গলবার আচমকাই বিবিসির একাধিক দফতরে হানা দেয় আয়কর দফতর। সেই সময় অফিসে উপস্থিত থাকা সংবাদকর্মীদের মোবাইল ফোন জমা রেখে দেন আয়কর আধিকারিকরা। তারপর চলে তল্লাশি। পরে জিজ্ঞাসাবাদ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাঁদের। এর আগেও বিরোধীরা কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ তুলে এসেছে। বিবিসির দফতরে আয়কর হানার পর বিরোধীদের অভিযোগ আরও খানিকটা উস্কে দিল। নতুন করে বিতর্ক তৈরি করল বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*