আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার ভাষাদিবসে উত্তরবঙ্গকে একগুচ্ছ উপহার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কয়েকশো একের পর এক প্রকল্প পেতে চলেছে উত্তরবঙ্গের পাঁচ জেলা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের প্রশাসনিক সভা থেকেই প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
এর মধ্যে শুধু দার্জিলিংই জেলাই পাবে প্রায় ২৪১ কোটি টাকার প্রকল্প। মুখ্যমন্ত্রীর উপহারের তালিকায় অন্যতম উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ব্লকটি। এটি বাস্তবায়িত করতে খরচ হবে প্রায় ১৭ কোটি ৩৪ লক্ষ টাকা। বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধাও প্রদান করবেন তিনি।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভাস্থলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও পালন করবেন মুখ্যমন্ত্রী। কলকাতার দেশপ্রিয় পার্কের আদলে শহিদ বেদি তৈরি হয়েছে। নীল-সাদা থিমে সাজিয়ে তোলা হয়েছে গোটা স্টেডিয়াম। একটি মূল মঞ্চ তৈরি করা হয়েছে। তাতে মুখ্যমন্ত্রী ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা থাকবেন। পাশের মঞ্চটি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। ভাষাদিবস উপলক্ষ্যে দুপুর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছেই শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।
Be the first to comment