দুয়ারে পঞ্চায়েত ভোট , যদিও দিনক্ষণ এখনও পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি। কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছে রাজ্যের পরবর্তী নির্বাচন, তবে এসবের মাঝেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। সেখানেই দেখা গেল প্রায় এগারো শতাংশ ভোটের বেড়েছে। আগামী ১০ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।
রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চূড়ান্ত। কিন্তু কবে সে নির্বাচন হবে তা নিয়ে স্পষ্ট ধারণা করতে পারছেন না কেউই। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা, অনগ্রসর শ্রেণির আসন পুনর্বিন্যাসের দাবিতে মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আগামী ২৭ ফেব্রুয়ারির আগে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। তবে তার আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। ২০১৮-র তুলনায় পঞ্চায়েত নির্বাচনে ভোটার প্রায় ১১.৫১% বেড়েছে।
পরিসংখ্যান বলছে ২০১৮-র তুলনায় ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭ জন ভোটার বেড়েছে। পঞ্চায়েত ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ৫ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার ১১৯ জন ভোটার। ২০১৮ সালে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ভোটার ছিলেন ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ২ জন।
Be the first to comment