শুধুমাত্র তাপস মণ্ডল মারফতই নয়, ‘অযোগ্য চাকরিপ্রার্থী’ নিয়োগে কুন্তল নিয়োগ করেছিলেন নিজস্ব এজেন্ট! সেই তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। এমন ২২ জনকে তাঁরা চিহ্নিতও করেছেন। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ওই এজেন্টরা দাবি করেছেন, বিভিন্ন চাকরিপ্রার্থীর কাছ থেকে তাঁরা টাকা তুলে কুন্তলকে দিয়েছেন।
ইডি দাবি করেছে, বিভিন্ন জায়গার এজেন্টরা চাকরি করিয়ে দেওয়ার নাম করে ‘অযোগ্য’ প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন। তার পর সেই টাকা তাঁরা পৌঁছে দিতেন কুন্তলের কাছে।
নিয়োগে দুর্নীতি মামলায় যুব নেতা কুন্তলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। এখনও পর্যন্ত ‘কুন্তলের হয়ে কাজ করা’ ২২ জন এজেন্টের হদিস পেয়েছেন তদন্তকারীরা। তাঁদের একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এক এজেন্ট জিজ্ঞাসাবাদের সময় ইডিকে জানিয়েছেন, কুন্তলকে তিনি ৩ কোটি ৪ লক্ষ টাকা দিয়েছেন।শুধু হুগলি নয়, রাজ্যের বিভিন্ন জেলায় যে কুন্তলের একাধিক এজেন্ট ছিলেন, সে ব্যাপারেও এক প্রকার নিশ্চিত ইডির আধিকারিকেরা। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই কুন্তলের হয়ে কাজ করা ৯ জন এজেন্টকে তলব করা হয়েছে। বয়ান নেওয়া হচ্ছে তাঁদের।
Be the first to comment