নজরে মহিলা প্রার্থীরা। নাগাল্যান্ডের বুকে তৈরি হতে পারে ইতিহাস। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। নাগাল্যান্ডে ভোটের লড়াইয়ে এবার রয়েছেন ১৮৩ জন প্রার্থী। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চার মহিলা প্রার্থী। এই চার প্রার্থীর মধ্যে অন্তত একজন জিতলেই ইতিহাস গড়বে নাগাল্যান্ড। ফলে লড়াইয়ের ময়দানে অনেক হেভিওয়েট প্রার্থী থাকলেও আজ, স্পটলাইটে ওই চার মহিলা প্রার্থী।
উত্তর-পূর্বের এই ছোট্ট পাহাড়ি রাজ্যে সামাজিক ক্ষেত্রে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও রাজনীতিতে
চিরকালই ব্রাত্য মহিলারা। পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর নাগাল্যান্ডে ১৪টি বিধানসভা ভোট পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও মহিলাকে জেতাননি রাজ্যের ভোটাররা।
আবার ২০১৭ সালে স্থানীয় পুর নির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল। রক্ত ঝড়েছিল। সেই জায়গা থেকে বিধানসভা ভোটে চারজন মহিলা প্রার্থী খুব তাৎপর্যপূর্ণ।
নাগাল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী নেইফিউ রিও অবশ্য এবার ভোটারদের কাছে পুরনো ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে মহিলা প্রার্থীদের জেতানোর আবেদন রেখেছেন। তাঁর দল এনডিপিপি ডিমাপুর-৩ কেন্দ্র থেকে হেকানি জাখালু নামে এক মহিলাকে প্রার্থীও করেছে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা চারজনের মধ্যে হেকানি অন্যতম। বাকি তিন মহিলা প্রার্থীর মধ্যে রয়েছেন তেনিং আসনে কংগ্রেসের রোজি থমসন, পশ্চিম আঙ্গামি আসনে এনডিপিপি’র সালহাউতুওনুও এবং আতোইজু আসনে বিজেপির কাহুলি সেমা। শাসকদল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (এনডিপিপি) সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি।
নাগাল্যান্ডে এবার মোট ভোটার ১৩ লক্ষ ১৭ হাজার ৬৩২ জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৬ লক্ষ ৫৬ হাজার ১৪৩ জন, যা মোট ভোটারের ৪৯.৮ শতাংশ।
Be the first to comment