গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিসোদিয়া

Spread the love

এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রবিবার উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মণীশ সিসোদিয়া। জরুরি ভিত্তিতে এদিনই বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

রবিবার মণীশ সিসোদিয়াকে গ্রেফতারির পর সোমবার তাঁকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হলে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। সেই আবেদন মেনে দিল্লি আদালত মণীশ সিসোদিয়াকে ৫ দিনের সিবিআই হেফাজত দেয়। দিল্লি আদালতের সেই রায়ের পরদিনই বড় পদক্ষেপ করলেন মণীশ সিসোদিয়া।

সিসোদিয়ার গ্রেফতারি একটা ‘নোংরা রাজনীতি’ বলে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। ‘রাজনৈতিক প্রতিহিংসার’ কারণেই সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে সরব হয়েছে আম আদমি পার্টি। এমনকি, এই গ্রেফতারির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই কাঠগড়ায় তুলেছেন আপ নেতারা। যদিও আপের এই দাবি উড়িয়েছে বিজেপি। যার জেরে আপ এবং বিজেপির সংঘাত চরমে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*