‘পদ্মাবত’ নিয়ে বিভিন্ন রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি, তারপরও প্রধানমন্ত্রী নীরব কেন? প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। বৃহস্পতিবার, প্রদেশ কংগ্রেস দফতরে সাংবাদিক বৈঠকে ‘পদ্মাবত’ নিয়ে বিজেপি সরকারকে কড়া আক্রমণও করেন তিনি।
প্রসঙ্গত, ‘পদ্মাবত’ সিনেমা হলে মুক্তি পাওয়ার আগেই বেশ কয়েকটি রাজ্যে উত্তাল হয়েছে পরিস্থিতি । চাররাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়ে ছবি মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরও একাধিক রাজ্যে ছবি মুক্তির আগে চলে বিক্ষোভ। গত দুদিন আগে প্রথম বিক্ষোভ শুরু হয় আহমেদাবাদে। তার পর হরিয়ানা, উত্তরপ্রদেশেও বিক্ষোভ ছড়িয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ তথা তরুণ গগৈ এর পুত্র গৌরব গগৈ। এদিন তিনি আরও বলেন পদ্মাবত নিয়ে আপাতত যে সব রাজ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে সেই গুলি বিজেপি শাসিত রাজ্য। আমাদের প্রধানমন্ত্রী নেপালে ভুমিকম্প হলে টুইট করেন। কিন্তু তার দল শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা ভাঙছে সেটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ কেন। প্রশ্ন গৌরব গগৈ এর।
Be the first to comment