প্রায় ২০০ বছর চীনের হেনান প্রদেশের সানমেনেক্সিয়ায় মাটির নিচে আছে এক গ্রাম যেখানে মানুষ বসবাস করছে। বর্তমানে এখানে প্রায় ১০ হাজার ঘরবাড়ি রয়েছে এবং ৩ হাজারের মতো মানুষ সেখানে বাস করছেন। এই গ্রামের ঘরগুলো মাটি থেকে কমপক্ষে ২৩ ফুট নিচে এবং ৩৩ থেকে ৩৯ ফুট পর্যন্ত লম্বা। মাটির নিচে তৈরি ওই ঘরগুলোতে শীতকালে তাপমাত্রা থাকে ১০ ডিগ্রি । আর গরমে এই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। এই গ্রামে বসবাসকারী ইয়াং গুয়ারাং নামের এক নারী জানিয়েছেন, মাটির নিচে তাদের ঘরটি ভীষণ আরামদায়ক। মাটির তৈরি এই ঘরগুলোকে বলা হয় ‘ইয়াংয়োডং’। এর অর্থ হলো গুহা ঘর। ছয় প্রজন্ম আগে এখানে মানুষের বসবাস শুরু হয়।
এই গ্রামটি চীনা ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে ২০১১ সাল থেকে। স্থানীয় সরকার এটি সংরক্ষণ করছে। আগামী দিনে পর্যটকদের জন্য গ্রামটি আরও আকর্ষনীয় করার ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গুহা ঘরগুলো বিদ্যুত সংযোগসহ সব ধরনের আধুনিক ব্যবস্থা রয়েছে। স্থানীয়দের দাবি, ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না এসব ঘর। সেই সঙ্গে এগুলো শব্দ নিরোধকও। অনেক পর্যটক গ্রামটিতে ঘুরতে আসেন। ২১ ইউরো দিলে এক মাসের জন্য মাটির নিচের এই গ্রামের একটি ঘর ভাড়া পাওয়া যায়। আর ৩২ হাজার ইউরো দিলে এখানকার একটি ঘর কেনাও যায়।
সূত্র থেকে প্রাপ্ত
ছবিঃ সংগৃহীত Getty image থেকে
Be the first to comment