ট্যাংরায় প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন!

Spread the love

মঙ্গলের দুপুরে ভয়াবহ অগ্নি.কাণ্ডের ঘটনা কলকাতার ট্যাংরায়। একটি প্লাস্টিক কারখানার গুদামে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই আগুন অনেকটা ছড়িয়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আগুনের তীব্রতা বাড়তে থাকায় দমকলবাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষজনও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন সেখানে পৌঁছে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে।

গত বছর থেকে আজ পর্যন্ত একাধিকবার আগুন লাগার ঘটনায় শিরোনামে এসেছে ট্যাংরা। আজ মঙ্গলবার বেলা ১টা নাগাদ একটি প্লাস্টিকের কারখানা এবং গুদাম ঘরে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। ঘটনায় আপাতত হতাহতের কোনও খবর নেই। তবে ধোঁয়ার কারণে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি। দমকলকর্মীরা জানাচ্ছেন এক্ষুনি আগুন লাগার কারণ খুঁজে বের করা সম্ভব নয়। দ্রুততার সঙ্গে ওই বিধ্বংসী আগুন নেভানোই এখন একমাত্র চ্যালেঞ্জ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*