কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের ধর্নায় তৃণমূল!

Spread the love

আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পে কেন্দ্র সরকারের কাছ থেকে পাওনা অর্থ থেকে বঞ্চিত হয়েছে বাংলা। কেন্দ্রীয় এই বঞ্চনার প্রতিবাদে ধর্না শুরু মহিলা তৃণমূলের । বুধবার মেয়ো রোডে ধর্নায় বসেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ তৃণমূলের নেত্রীরা। সেখান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তাঁরা।

বুধবার সকাল ১০ টায় মেয়ো রোডে ধরনায় শামিল হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ তৃণমূলের সাংসদ, বিধায়ক ও অন্য নেত্রীরা।কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই ধর্না চলবে আগামিকাল সন্ধে ৬ টা পর্যন্ত। সকলের হাতেই রয়েছে প্ল্যাকার্ড। কোনওটায় লেখা, “ইডি-সিবিআই দিয়ে জমিদারি চলছে।”, কোথাও লেখা,  “আবাস যোজনার টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে।” সেখানে কেন্দ্রের বঞ্চনার কথাই তুলে ধরা হয়েছে।

এদিন ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে ১১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাকি। একধিকবার বকেয়া মেটানোর আরজি জানালেও কোনও কাজ হয়নি বলেই দাবি তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*