বাঙালির কাছে তিনি রবি ঠাকুর। তাই ক্যালেন্ডারে মঙ্গলবার হলেও, আজ রবি-বার। আজ রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন। সকাল থেকে রাজ্যজুড়ে কবিতা-গানে চলছে নানা অনুষ্ঠান। কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায়-গানে-কবিতায় চলছে রবি-স্মরণ।
২৫ বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতন কর্মিপরিষদের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হচ্ছে৷ যদিও অনুষ্ঠান সূচির কিছু পরিবর্তন করা হয়েছে৷
এদিন ভোর ৫ টার সময় বৈতালিক দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৭টা নাগাদ উপাসনা গৃহে শুরু হয় উপাসনা।সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুত বন্দ্যোপাধ্যায়ও। উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্প প্রদান অনুষ্ঠান হয়। যদিও সকাল ৯টার সময় মাধবী বিতানে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। একই ভাবে সন্ধ্যা নাগাদ গৌরপ্রাঙ্গনে শাপমোচন নাটক ও বাতিল করা হয়েছে।অনুষ্ঠান বাতিলের কারণ প্রসঙ্গে কিছুই জানানো হয়নি।
অন্যদিকে, কবিগুরুর জন্মভিটে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে সকাল থেকেই কবিতা গানে শুরু হয় অনুষ্ঠান। রাজ্যের তরফে সকালেই কবিগুরুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান মেয়র ফিরহাদ হাকিম। এদিকে দশটায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পৌঁছনোর কথা থাকলেও সকাল দশটার কিছু পরে সেখানে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কবিগুরুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এরপর ঠাকুরবাড়ি ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে জোড়াসাঁকোয় উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্বরাও।
Be the first to comment