হাইকোর্টের ভর্ৎসনার পর ময়নায় নিহত বিজেপি নেতার বাড়িতে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

Spread the love

কেন্দ্রীয় বাহিনীকে ‘ক্যাসুয়্যাল’ বলে ভর্ৎসনার করেছিল কলকাতা হাইকোর্টের বিচারক। তারপর আধা সামরিক বাহিনীর নিরাপত্তা পেল ময়নায় নিহত বিজেপি নেতার পরিবার। বুধবার থেকেই নির্দিষ্ট সময় পর্যন্ত নিহত বিজয়কৃষ্ণ ভুঁইঞার বাড়ির সামনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।

সম্প্রতি ময়নার বাকচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি-সহ নিহতের পরিবারের উপযুক্ত নিরাপত্তার দাবিতে সরব হয় বিজেপি নেতৃত্ব। এই খুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তের দাবিও জানিয়েছিল গেরুয়া শিবির। সেই মতো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।কিন্তু উচ্চ আদালতের নির্দেশের পরও তা কার্যকর করা হয়নি।এরপরই ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্র।
হাইকোর্টের ভর্ৎসনার পর বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনীর ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক-সহ দু’জন নিহত বিজয়কৃষ্ণ ভুঁইয়ার বাড়িতে যান। এরপর বিকেলে পৌঁছয় সিআইএসএফের আরও অন্তত ১২জন জওয়ান। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে অনেকটাই আশ্বস্ত নিহতের পরিজনেরা।

মৃত বিজয়কৃষ্ণ ভুঁইঞার স্ত্রী লক্ষীদেবী বলেন, “কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে আমরা অনেকটাই নিশ্চিত হতে পেরেছি।”

অন্যদিকে, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করেছে ময়না থানার পুলিশ। তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আহমেদ বলেন, “ঘটনার তদন্ত চলছে। আমরা খুব তাড়াতাড়ি বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করতে পারব বলে আশা করছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*