“জয়ী না হওয়া পর্যন্ত বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে”, রাজ্যবাসীকে ফেসবুক বার্তা মমতার

Spread the love

“বঞ্চনা-অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সেই লড়াইয়ে যতদিন না জিতছি থামব না”। গতকাল রাতের দিকে একটি ফেসবুক পোস্ট করে এমনই মন্তব্য করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, “আজ, নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছি। সেখানে এমন কয়েকটি বিষয় উল্লেখ করেছি, যেখানে আমার দ্রুত নজর দেওয়া প্রয়োজন।” তাঁর আরও সংযোজন, “বাংলার মানুষ আমার সম্পদ। আমি সবসময় তাঁদের ভাল থাকাকে অগ্রাধিকার দিয়েছি। তাঁদের জন্য কাজ করেছি। ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে চাই। কোনও মানুষ যাতে তাঁর জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখব। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এ রাজ্যের মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন। কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতি নিরপরাধ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। সবাইকে আশ্বস্ত করছি, জয়ী না হওয়া পর্যন্ত এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে”।

একশো দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা—অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। যেহেতু বাংলায় বিজেপি রাজনৈতিক ভাবে পেরে উঠছে না, তাই প্রতিহিংসার রাজনীতি করছে তারা, বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে, এমন অভিযোগে বারে বারে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এবং শাসক দলের নেতা-নেত্রীরা। কেন্দ্রের কাছ থেকে হকের টাকা আদায়ের জন্য তৃণমূল নেত্রী রাস্তাতে ধরনায় বসেছিলেন। কেন্দ্রীয় সরকারকে দফায় দফায় চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন। বাংলার মানুষের প্রাপ্য টাকা দিয়ে দিতে মন্ত্রীকে দিয়ে তদ্বির করিয়েছেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় এবার ফেসবুক পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় অলআউট লড়াই করার বার্তা দিয়েছেন। বাংলার মানুষের দাবি আদায় করার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*