শুক্রেই মাধ্যমিকের ফল ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট, রইল বিস্তারিত তথ্য!

Spread the love

আগামিকাল অর্থ্যাৎ শুক্রবারই মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল ১০টায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দুপুর ১২ টার পর থেকে বোর্ডের সরকারি ওয়েবসাইট https://wbbse.wb.gov.in/ -এ লগ ইন করে নিজেদের ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, চলতি বছরে ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, ৪ মার্চ পর্যন্ত চলেছে পরীক্ষা। সব মিলিয়ে ৬,৯৮,৬২৮ জন ছাত্রছাত্রী এই বোর্ড পরীক্ষা দিয়েছে। ২,৮৬৭ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালিত হয়েছে। খাতা দেখার জন্য মোট ৪১,০০০ পরীক্ষক এবং ১,১৫৩ জন মুখ্য পরীক্ষককে কাজে লাগানো হয়েছে। বোর্ডের তরফে আগেই জানানো হয়েছে, সমস্ত উত্তরপত্রই যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। ফলাফল নিয়ে কোনও ছাত্রছাত্রীর অভিযোগ থাকলে, তার সমাধানের জন্য তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন।তার আগে জেনে নিন রেজাল্ট কীভাবে দেখা যাবে-

কীভাবে অনলাইনে ফল দেখবেন? 

– প্রথমে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের সরকারি ওয়েবসাইট, https://wbbse.wb.gov.in/ কিংবা wbresults.nic.in-এ

– সেখানে গিয়ে ‘মাধ্যমিক পরীক্ষা ২০২৩ রেজাল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে

– রোল নম্বর, জন্ম তারিখ-সহ প্রয়োজনীয় বিবরণ দিন

– এরপর ‘সাবমিট’-এ ক্লিক করুন

– তাহলেই স্ক্রিনে আপনার মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর ফল দেখানো হবে

-রেজাল্টটি ডাউনলোড করলেই তার প্রিন্টআউট নেওয়া যাবে।

রেজাল্ট রিভিউ করাতে হলে কী করণীয়?

আগেই বলা হয়েছে, যদি কোনও শিক্ষার্থী তাঁর নম্বর বা ফল নিয়ে খুশি না হন, তাহলে রেজাল্ট রিভিউয়ের জন্য আবেদন করা যাবে।এর জন্য ফল প্রকাশে পর ওই শিক্ষার্থীকে তাঁর নিজ স্কুলের মাধ্যমেই পুনর্মূল্যায়নের আবেদনপত্র পূরণ করতে হবে। শেষ তারিখের আগে প্রয়োজনীয় আবেদন মূল্য-সহ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে ফর্মটি জমা দিতে হবে। ফলাফল ঘোষণার পরই পুনর্মূল্যায়নের আবেদনের শেষ তারিখ জানানো হবে।পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে ২০২৩ সালের জুনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*