ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত: এগরাকাণ্ডে মোদি-শাহকে তোপ অভিষেকের

Spread the love

এগরার বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে এবার কেন্দ্রের মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার, দুর্গাপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তোপ দাগেন অভিষেক। তাঁর অভিযোগ, একশো দিনের টাকা না পেয়ে বাধ্য হয়ে এগরার বাজি কারখানায় যোগ দিয়েছিলেন। বিস্ফোরণে মৃত্যু হয় তাঁদের। এর দায় নরেন্দ্র মোদি-অমিত শাহ এড়াতে পারেন না বলে তীব্র আক্রমণ করেন অভিষেক। ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

“যে ২ মহিলা মারা গিয়েছেন, তাঁরা ১০০ দিনের কাজ করতেন। জবকার্ড হোল্ডার। ১০০ দিনের টাকা পাচ্ছেন না বলে পেট চালাতে বলে বাজি কারখানায় কাজ নিয়েছিল এর দায় কার!” প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ”১০০ দিনের টাকা দিলে দুর্ঘটনা ঘটলেও মানুষের প্রাণ যেত না। এই দু’জনকে হারাতাম না! বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে। আমি মনে করি, ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত। এই দুজন মহিলা বেঁচে থাকতে পারত, একশো দিনের টাকা পেলে।”

এরপরেই মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ”২ কোটি ৬৫ লক্ষ জবকার্ড হোল্ডারদের টাকা আটকে রেখেছে। নরেন্দ্র মোদি এসব কথা ভাবে না। আমাদের সরকার মানবিক। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে হাজার টাকা দিই। আর আধার-প্যান সংযুক্ত করে ১০০০ টাকা কেড়ে নিচ্ছে মোদি সরকার।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*