CBI তলব: কর্মসূচি ছেড়ে কলকাতার পথে অভিষেক, ভার্চুয়ালি সভা করবেন মমতা

Spread the love

আগেই জানিয়েছিলেন সিবিআই যদি ডাকে তবে তদন্তে সহযোগিতা করতে প্রয়োজনে কর্মসূচি স্থগিত রেখে কলকাতা আসবেন। সেইমতো জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের নোটিশ হাতে পেয়েই বাকুড়ার সোনামুখির রোড শো শেষ করেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সিবিআই নোটিশ হাতে পেয়ে সেই নোটিশের ছবি সহ একটি টুইটও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, সোনামুখির রোড শোর পর পাত্রসায়রে জনসভা ছিল তৃণমূল সাংসদের। অভিষেকের পরিবর্তে ভার্চুয়ারি এখানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার দুপুরে সিবিআইয়ের নোটিশ হাতে পাওয়ার পর টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি আগামীকাল অর্থাৎ ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য আমায় ডাকা হয়েছে সেই নোটিশ আমি আজ পেলাম। একটা দিনও আমায় সময় দেওয়া হয়নি। কর্মসূচি থাকা সত্ত্বেও আমি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছি এবং তদন্তে সবরকম সহযোগিতা করব।” পাশাপাশি অভিষেক আরও লেখেন, “জনসংযোগ যাত্রা আপাতত স্থগিত করলাম। তবে যেখান থেকে শেষ করলাম ২২ মে বাকুড়ার ঠিক সেইখান থেকেই আবার শুরু করব। এই ঘটনার জেরে হতাশা নয়, বরং আমি আরও বেশি করে পশ্চিমবঙ্গের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করব, সেই লক্ষ্যেই আমি প্রতিশ্রুতিবদ্ধ।” এদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক না থাকলেও বাতিল হচ্ছে না অভিষেকের আজকের কর্মসূচি। জানা গিয়েছে, সোনামুখির রোড শোর পর পাত্রসায়রে তৃণমূলের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*