নোটবন্দি নিয়ে পরপর টুইটে মোদি সরকারকে আক্রমণ মমতার

Spread the love

ফের তুঘলকি সিদ্ধান্ত মোদি সরকারের! চালু হওয়ার ৭ বছরের মাথায় ফের বাতিল ২ হাজার টাকার নোট। শুক্রবার, এই সিদ্ধান্ত জানার পরেই টুইটে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, দুপুরে আরও একটি টুইট করে মোদি সরকারের এই সিদ্ধান্তকে হঠকারী ও তুঘলকি বলে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।

নিজের টুইটার হ্যান্ডেলে মমতা লেখেন, “২০০০ টাকার নোট বাতিল ও তুঘলকি নোটবন্দির নাটক সাধারণ মানুষকে ফের চূড়ান্ত হয়রান করবে। জনবিরোধী ও সহচর পুঁজিবাদকে আড়াল করতে এই ধরণের অহঙ্কারী পদক্ষেপ করছে সরকার। অস্থায়ী ও স্বৈরাচারী সরকারের এই পদক্ষেপ কথা মানুষ ভুলবে না। “

শুক্রবার বিকেলে হঠাৎ রিজার্ভ ব্যাঙ্কের তরফে ২০০০ টাকা বাতিলের কথা ঘোষণা করা হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই নোট ব্যাঙ্কে গিয়ে জমা দেওয়া যাবে। নিজের অ্যাকাউন্টে যে কোনও পরিমাণ ও অন্য অ্যাকাউন্টে ২০০০০ টাকার নোট একবারে জমা দেওয়া যাবে বলেও জানানো হয়েছে। মোদি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে সরব হয়েছে বিরোধীরা। পর পর দুবার এই বিষয় নিয়ে টুইট করে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মোদি সরকারকে ধুয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*