OC কথা না শুনলে আমাকে জানান: বেআইনি বাজির রমরমা রুখতে কড়া মুখ্যমন্ত্রী

Spread the love

বেআইনি বাজি কারখানার বিস্ফোরণকাণ্ডে ঘটনাস্থলে গিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে এগরার খাদিকুলে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন কোনভাবেই বেআইনি বাজি কারবার বরদাস্ত করা হবে না।

বেআইনি বাজি কারখানা রুখতে স্থানীয় মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন,এই ধরনের কোনও কারখানার খবর পেলে সোজাসুজি পুলিশকে জানাতে। এরপরই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, "অবৈধ বাজি কারখানা দেখলেই ওসিকে রিপোর্ট করবেন। যদি ওসি কোনও ব্যবস্থা না নেন আমার উপর ছেড়ে দিন। কথা না শুনলে ওসিকে চেঞ্জ করে দেব"। তিনি জানান, ইতিমধ্যেই এগরার OC-কে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ তাঁর কাছে জানানো সত্ত্বেও তিনি ব্যবস্থা না এমনি বলে অভিযোগ। ইন্টালিজেন্স যদি আগে থেকে নজর রাখতো তাহলে এত প্রাণহানি এড়ানো যেত।

পাশাপাশি তিনি জানান, এই ধরনের বাজি তৈরি হয়ে তা পাশের রাজ্য ওড়িণশায় চলে যাচ্ছে। ফলে এদিন যাঁরা হোম গার্ডের চাকরি পেলেন, তাঁদের রাজ্যের সীমানা অঞ্চলে পোস্টিং দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এগরা বাজি বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাঁর মৃত্যু হয়েছে তার পরিবারেরই দুজনকে গ্রেফতার করে এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে চাইছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*