তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছিলেন বায়রন। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যেই দলবদল। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মধ্যেই দলে যোগ দিলেন তিনি। সোমবার, সকালে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বায়রন। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
তৃণমূল সূত্রে খবর, অভিষেকের নবজোয়ার কর্মসূচি দেখে তিনি উদ্বুদ্ধ হন সাগরদিঘির বিধায়ক। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে সামিল হতেই এই সিদ্ধান্ত নেন বায়রন।
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ২৭ ফেব্রুয়ারি উপনির্বাটন হয়। ২ মার্চ সাগরদিঘির ফল ঘোষণায় দেখা যায়, বামেদের সঙ্গে জোট গড়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। বায়রনের হাত ধরে বিধানসভায় ঢোকে কংগ্রেস। কিন্তু তিন মাসের মধ্যেই হাত ছেড়ে জোড়াফুলে যোগ দিলেন সাগরদিঘির বিধায়ক।
Be the first to comment