কারোর নিজস্ব ভাবনা বা ঐতিহাসিক কোনও ঘটনা নিয়ে মতভেদ থাকতেই পারে। তবে তা নিয়ে বিদ্রুপ বা উপহাস করা ঠিক নয়। এটাই ভ্রাতৃত্ববোধ। ৬৯তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাম না করে পদ্মাবত নিয়ে কারণি সেনার সমালোচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি হিসেবে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রামনাথ কোবিন্দের এটাই প্রথম ভাষণ।
রাষ্ট্রপতি এদিন আরও বলেন, একজন ব্যক্তি বা সমাজের স্বার্থত্যাগই একটি নিঃস্বার্থ দেশ গড়তে পারে। পাশাপাশি, স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় যারা জীবন দিচ্ছেন তাঁদের শ্রদ্ধা জানাই ৷ সাধারণ মানুষই প্রজাতন্ত্রের প্রধান স্তম্ভ ৷
Be the first to comment