শতাব্দীর সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। শনিবার, বেলা সাড়ে ১২টা নাগাদ বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছেই একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রেলের যোগাযোগ ব্যবস্থায় গলদের অভিযোগ তোলেন তিনি। রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণবকে পাশে নিয়েই প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘কিছু একটা নিশ্চয়ই হয়েছে। সঠিক তদন্ত করা হোক।’’ দুর্ঘটনাগ্রস্ত বাংলার মানুষদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা।
দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রথমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ট্রেন দুর্ঘটনায় বাংলার বহু মানুষ মারা গিয়েছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, রেলমন্ত্রী থাকাকালীন, তিনি অনেক সুরক্ষা ব্যবস্থা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, অ্যান্টি কলিশন ডিভাইস কেন কাজ করেনি? এরপরেই রেলের যোগাযোগ ব্যবস্থায় গলদের অভিযোগ তোলেন মমতা। একই সঙ্গে তিনি জানান, যেহেতু তিনি রেলমন্ত্রী হিসেবে কাজ করেছেন, সেই কারণে তিনি রেলওয়ে পরিবারেরই একজন। সুতরাং, তদন্তের কাজে রেল চাইলে তিনি সাহায্য করবেন।
মুখ্যমন্ত্রী জানান, সামান্য আহতরা অনেকেই বাংলায় ফিরে গিয়েছেন। গুরুতর আহতদের জন্য তিনি অ্যাম্বুল্যান্স ও চিকিৎসক দল পাঠিয়েছেন। এছাড়াও বালেশ্বরের হাসপাতালে জায়গা না হলে, আহতদের কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। যে কামরাগুলি এখনও সরানো যায়নি, সেগুলি সরালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment