মৃত চারজনকে শেষ শ্রদ্ধা জানিয়ে, নবান্ন থেকে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে প্রায় ৪০ মিনিট ট্রমা কেয়ার সেন্টারে ছিলেন তিনি। দুর্ঘটনায় আহতদের পাশাপাশি, খোঁজখবর নেন ট্রমা কেয়ারে ভর্তি অন্যান্য রোগীরও। কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে।
ওড়িশায় এখনও ১২০টি অজ্ঞাত পরিচয় দেহ রয়েছে। বাংলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীর। ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত বাংলার ৯০ জনের দেহ চিহ্নিত করা গিয়েছে। তাঁদের মধ্যে ৭৩ টি দেহ ফিরিয়ে আনা হয়েছে। ওড়িশার বিভিন্ন হাসপাতালে এখনও বাংলার ৫৩ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার কটক থেকে ফেরার পথে মেদিনীপুর মেডিক্যাল কলেজেও আহতদের দেখতে যেতে পারেন মমতা।
Be the first to comment