অভিষেকের পরিবারকে হয়রানি! সুপ্রিম কোর্টের নির্দেশকে ‘উপেক্ষা’ ইডির

Spread the love

সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে আটকানো ও তাঁকে তলবে এই অভিযোগ উঠছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ঘিরে স্থানীয়দের উদ্দীপনা তুঙ্গে। তা দেখেই বেজায় ভীত গেরুয়া শিবির। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই পরিবারকে হেনস্থা করে তাঁক উপর চাপ সৃষ্টি করে চেষ্টা কেন্দ্রের মোদি সরকারের।

কী আদেশ দেয় শীর্ষ আদালত-

• তলবের অন্তত ২৪ ঘণ্টা আগে জানাতে হবে
• জিজ্ঞাসাবাদের আগে পুলিশ কমিশনার ও মুখ্যসচিবকে নিরাপত্তার জন্য জানাতে হবে
• গত বছর ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, রুজিরার ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা নেই
• গত বছর ৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর আমেরিকা ঘুরে এসেছেন, তখন তাঁকে আটকানো হয়নি।
• দুবাই যাওয়ার জন্য ৩ জুন আবেদন জানান, ৫-১৩ জুন তিনি দুবাই থাকবেন বলে জানান।
• তখন তাঁকে বাধা দেওয়া হয়নি।

সোমবার, দুবাই যাওয়ার আগে আটকে রুজিরাকে আচমকা নোটিশ ধরায় ED। সুপ্রিমো কোর্টের অর্ডার থাকার পরেও কেন তাঁকে আটকানো হল! যদি বিদেশ ভ্রমণে আটকানোর কথাই থাকে, তাহলে গতবছর আমেরিকা সফরের আগে আটকানো হল না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার দেখে, ভয় পেয়েই কি মোদি সরকার এজেন্সি দিয়ে তাঁর পরিবারকে হেনস্থা করছে- এখন এই প্রশ্নই রাজনৈতিক মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*