প্রজাতন্ত্র দিবসের আগে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় রয়েছেন এ রাজ্যের ৫ জন। সবজি বিক্রি করে হাসপাতাল গড়েছেন ঠাকুরপুকুরের সুভাষিণী মিস্ত্রী। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছে সমাজকর্মী সুধাংশু বিশ্বাস। পদ্মশ্রী পাচ্ছেন সঙ্গীতজ্ঞ বিজয় কিচলু। সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন কৃষ্ণবিহারী মিশ্র। বিজ্ঞানে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অমিতাভ রায়।
এছাড়াও তালিকায় রয়েছেন স্বাধীনতা সংগ্রামী তথা সমাজকর্মী সুধাংশু বিশ্বাসের নামও। ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন তিনি। ছেলে বেলাতেই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন সুধাংশু বিশ্বাস। ৯৮ বছর বয়সে আজও তিনি দেশসেবার কাজ করে চলেছেন ৷
Be the first to comment