শুক্রবার প্রজাতন্ত্র দিবসের সকালে তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া। এদিন সকালে প্রথম বিস্ফোরণটি হয় তিনসুকিয়া সংলগ্ন জাগুন এলাকায়। তবে ঘটনায় কোহনও হতাহতের খবর মেলেনি।
অন্যদিকে, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই লেডু ও তিরাপ গেটের কাছে জোড়া বিস্ফোরণ হয়।
জানা গেছে, শুক্রবার সকাল ৮টা নাগাদ হঠাত্ই বিস্ফোরণে কেঁপে ওঠে জাগুন পুলিস থানা সংলগ্ন এলাকা। ঘটনার তীব্র আতঙ্ক ছড়ায় সেখানে। ঘটনার তদন্ত শুরু হতেই ফের খবর মেলে জোড়া বিস্ফোরণের। তিনসুকিয়ার লেখাপানি সংলগ্ন লেডু ও তিরাপ গেটের কাছে বিস্ফোরণ ঘটে।
ঘটনার পিছনে জঙ্গিগোষ্ঠী আলফা (ULFA-I)-এর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল।
Be the first to comment