আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে।বিয়ের বাড়ি সেরে হৈ হৈ করে নৌকোয় করে বাড়ি ফিরছিল বরযাত্রীর দল।কিন্তু আর ফেরা হল না বাড়ি। গভীর জলে তলিয়ে গেল নৌকা। তাতেই মৃত্যু হল ১০৩ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার কাওয়ারা রাজ্যে।কীভাবে এই নৌকাডুবি? তার কারণ এখনও জানা যায়নি।
নাইজেরিয়ার কাওয়ারা রাজ্য থেকে পাশের রাজ্যে যাত্রীবোঝাই নৌকাটি পাশের রাজ্যে যাচ্ছিল। অধিকাংশই বিয়ের অনুষ্ঠান থেকে ফেরা বরযাত্রী। হইচই করে ফেরার পথে ডুবে যায় নৌকাটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন। রাজ্যের পুলিশ আধিকারিক জানিয়েছেন, নৌকাডুবিতে ১০৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০০ জনকে। উদ্ধারকাজ এখনও চলছে।
এক বিবৃতিতে কাওয়ারা গভর্নরের অফিস বলেছে, “নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। ওই নৌকোতে ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন। স্থানগুলি পাতিগি জেলায় অবস্থিত।”
প্রসঙ্গত, গত মাসেই উত্তরপূর্ব সোকোতো রাজ্যে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৫টি শিশুর। নিখোঁজ হন ২৫ জন। গত বছর নদীতে আরও একটি দুর্ঘটনায় ২৯ শিশুমৃত্যুর ঘটনা ঘটে। এবার আবারও বড়সড় নৌকাডুবির ঘটনা ঘটল।
Be the first to comment