রাজ্য মন্ত্রিসভায় সামন্য রদবদল। সবংয়ের বিধায়ক মানস ভুইয়াঁর হাত ছাড়া একটি দফতর। সেই দফতর নিজের কাছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানসের কাছে পরিবেশ ও জল সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব ছিল। পরিবেশ দফতর দায়িত্ব এখন শুধুমাত্র জল সম্পদ উন্নয়ন দফতর থাকল। বৃহস্পতিবার, বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন।
মন্ত্রিসভায় এই রদবদলের ফলে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দফতরের সংখ্যা বেড়ে গেল। আপাতত মুখ্যমন্ত্রী হাতে রয়েছে, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, কর্মিবর্গ, তথ্য ও সংস্কৃতি, যোজনা, সংখ্যালঘু বিষয়ক। সঙ্গে যোগ হল পরিবেশ দফতরও।
রাজ্যে একাধিক মন্ত্রীর হাতে অনেক দফতর। তালিকায় চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনের হাতে একাধিক দফতর রয়েছে। তাহলে শুধু মানস ভুঁইয়ার হাতে থেকে দফতর ‘কেড়ে নেওয়া’ হল কেন? কদিন আগে পশ্চিম মেদিনীপুরে জেলা সফরে গিয়ে সাংগঠনিক বৈঠকে মানস ভুইযাঁর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। উষ্মা প্রকাশ করে মমতা বলেন, “মানস দা খালি সবং নিয়ে পড়ে থাকলে হবে? মূর্তি বসবে সবংয়ে, স্টেডিয়াম হবে সবংয়ে, মাদুর কাঠির ক্লাস্টার হবে সবংয়ে। জেলায় বাকি জায়গাও তো রয়েছে।“ তবে, তাঁর হাত থেকে পরিবেশ দফতর সরিয়ে নেওয়ার কারণ এখনও স্পষ্ট করা হয়নি।
Be the first to comment