কথামত শুক্রবার সকালেই ভাঙড়ে পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।প্রথমেই বিডিও অফিসে না গিয়ে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড থেকে বিজয়গঞ্জ বাজার হেঁটে পরিদর্শন করেন রাজ্যপাল।কথা বলেন স্থানীয়দের সঙ্গেও।
শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ভাঙড়ে পৌঁছন তিনি। রাজ্যপালের সফরের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় বিজয়গঞ্জ বাজার এলাকায়। গাড়ি থেকে নেমেই বাজার এলাকা ঘুরে দেখেন তিনি। সেখানে এলাকার কিছু মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এখন ভাঙড় ২ নম্বর ব্লক অফিসে ঢুকে তিনি। সেখানে বিডিওর সঙ্গে কথা বলেন।
এরপর তিনি বিডিওর দফতর থেকে বেরিয়ে যান। মাঝখানে তাঁর কনভয়ে দাঁড়িয়ে পড়ে। সেখানে রাজ্যপালের সঙ্গে কথা বলার চেষ্টা করে আইএসএফের কর্মীরা। যদিও রাজ্যপাল গাড়ি থেকে না নেমে এগিয়ে যান ভাঙড় কলেজের দিকে।এরপর সেখানে পৌঁছে বৈঠকে বসেন তিনি।
Be the first to comment