রবিবার ১৮ জুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি,আইআইটি গুয়াহাটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (অ্যাডভান্সড) ফলাফল প্রকাশিত হল। মোট ১ লক্ষ ৮৯ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করলেও ১ লক্ষ ৮০ হাজার ৩৭২ জন পরীক্ষায় বসেন। যার মধ্যে ৪৩ হাজার ৭৭৩ জন পাশ করেছেন বলে জানা যাচ্ছে। jeeadv.ac.in ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে। হায়দ্রাবাদ জোন থেকে ভাভিলালা চিদবিলাস রেড্ডি সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি ৩৬০ এর মধ্যে ৩৪১ নম্বর পেয়েছেন। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন হায়দরাবাদ জোন থেকে নয়াকান্তি নাভা ভাব্যা। তাঁর প্রাপ্ত নম্বর ২৯৮।
৩৬২০৪ জন ছাত্র এবং ৭৫০৯ জন মহিলা ছাত্র জেইই অ্যাডভান্সড ২০২৩ ক্লিয়ার করেছেন বলে জানা যাচ্ছে। এই বছর ৪ জুন পরীক্ষা হয়েছিল। দ্বিতীয় স্থানে তেলেঙ্গানা থেকে রমেশ সূর্য থেজা, তৃতীয় স্থানে উত্তরপ্রদেশের ঋষি কালরা এবং হরিয়ানার রাঘব গয়ালচতুর্থ স্থান অধিকার করেছেন। এনারা সকলেই মেইন এবং অ্যাডভান্সড উভয় ক্ষেত্রেই সফল হয়েছেন। তেলেঙ্গানার বাসিন্দা বিকিনা অভিনব চৌধুরী যিনি JEE অ্যাডভান্সড-এ AIR 7 স্থান অর্জন করেছেন, JEE মেইন-এ ১০০ শতাংশ নম্বর পেয়েছেন তিনি । উত্তরপ্রদেশের মলয় কেদিয়া জেইই মেইনে ১০০ শতাংশ পেয়েছেন এবং জেইই অ্যাডভান্সড-এ এআইআর ৮ র্যাঙ্ক করেছেন। তালিকা অনুযায়ী প্রথম ১০ জনের মধ্যে ৬জন প্রার্থী আইআইটি হায়দ্রাবাদ জোন থেকে এবং ২ জন আইআইটি দিল্লি এবং আইআইটি রুরকি জোনের। আজ ১৮ জুন সকাল সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।
প্রথম দশের তালিকা:
প্রথম: ভাভিলালা চিদবিলাস রেড্ডি
দ্বিতীয়: রমেশ সূর্য থেজা
তৃতীয়: ঋষি কালরা
চতুর্থ: রাঘব গয়াল
পঞ্চম: আড্ডাগাডা ভেঙ্কটা শিভ্রাম
ষষ্ঠ: প্রভাভ খান্ডেলয়াল
সপ্তম: বিকিনা অভিনব চৌধুরী
অস্টম: মলয় কেদিয়া
নবম: নাগিরেড্ডি বালাজি রেড্ডি
দশম: ইয়াকান্তি পানি ভেঙ্কটা মানিধর রেড্ডি
Be the first to comment