গতকালের ৪৯/১ এর পর থেকে আজ জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে ভারতের শুরু হয়েছিলো ওপেনার কে এল রাহুল এর আউট হওয়ার সাথে। দ্রুত ফিরে যান রাহুল এবং সাথে পুজারাও। তারা যথাক্রমে ১৬ এবং ১ রান। এরপর মুরলি বিজয়ের সাথে দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। দুজনে মিলে দলের রানকে ১০০ রানে নিয়ে যান। তারপরেই দক্ষিণ আফ্রিকার পেসার রাবাদার বলে বোল্ড হয়ে যান বিজয়। তিনি করেন ২৫ রান। অধিনায়ক কোহলি ৪১ রান করে রাবাদার বলেই আউট হন। তবে ভারতীয় দলের পক্ষে ভালো খবর যে তৃতীয় টেস্টে সুযোগ পাওয়া আজিঙ্ক রাহানে তাঁর দ্বিতীয় ইনিংসে দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতের রান ৬ উইকেটে ১৯৪ রান। রাহানের সাথে ২২ রানে ব্যাট করছেন ভুবনেশ্বর কুমার। দক্ষিণ আফ্রিকার থেকে ভারত এগিয়ে আছে ১৮৭ রানে। হার্দিক পান্ডিয়া(৪) এই ইনিংসেও ব্যর্থ।
উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে ১৮৭ রানের জবাবে দক্ষিন আফ্রিকার প্রথম ইনিংস ১৯৪ রানে শেষ হয়ে যায়।
Be the first to comment