রাজধানী এক্সপ্রেস অপহরণের মামলা গ্রেফতার হন একদা পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো। ছত্রধরকে গ্রেফতার করে এনআইএ। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের দিনই ছত্রধরকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ছত্রধরের জামিন মামলার শুনানি ছিল। জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বিচার শেষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
আদালত জানিয়েছে, জামিন মিললেও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না ছত্রধর। এর পাশাপাশি সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে ছত্রধরকে। আদালতের নির্দেশ, দ্রুত এই ট্রায়াল শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা জজকে।
২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস অপহরণের ঘটনার ১১ বছর পর ২০২০ সালে এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। এই মামলায় এখনও অনেকে ফেরার বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় এখনও আদালতে চার্জশিট দেয়নি তদন্তকারী সংস্থা।
Be the first to comment