পনেরো দিন পরে পায়ে চোট নিয়েই নবান্নে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, বেলার দিকে ধীর পায়ে গাড়ি থেকে নেমে লিফটের ওঠেন মমতা।
গত ২৭ জুন পঞ্চায়েত ভোটের প্রচারে কোচবিহারে গিয়ে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। কপ্টার ঘুরিয়ে সেনা হেলিপ্যাডে জরুরি অবতরণ করা হয় তাঁর চপার। সেই সময় নামতে গিয়ে বাঁ হাঁটু ও কোমরে ফিমার বোনে চোট পান মমতা। এসএসকেএমে চিকিৎসকদের পরামর্শে কার্যত ঘরবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতেই চলছিল চিকিৎসা। সঙ্গে ফিজিও থেরাপি। সেই পরিস্থিতিতে বাড়ি থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার সারেন মমতা। ৬ জুলাই তাঁর হাঁটুতে মাইক্রো সার্জারি করে জমে থাকা ফ্লুইড বের করা হয়।
এরপর মঙ্গলবার গ্রামবাংলার রায় তৃণমূলের পক্ষে যাওয়ার পরেই রাজ্যবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে পোস্ট করেন দলের সভানেত্রী। এর পর এদিন নবান্নে এলেন মুখ্যমন্ত্রী। এই জয় নিয়ে তিনি কিছু বলেন কি না সেটাই দেখার।
Be the first to comment