পায়ে চোট। তবু, পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ হওয়ার পরেই বুধবার নবান্নে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে সাংবাদিক বৈঠক করে বিরোধীদের কুৎসা সত্ত্বে মানুষের ভোটে জয়ের জন্য অভিনন্দন জানান। কিন্তু তার পরেই বিরোধীদের কুৎসা-অপপ্রচার-আক্রমণের বিরুদ্ধে আবেগঘন মন্তব্য করেন মমতা।
তৃণমূল সভানেত্রী বলেন, “বিরোধী থাকাকালীন শুধু মার খেয়েছি। বিজেপি ক্ষমতায় আসা থেকে উগ্রবিদ্বেষ মূলক মনোভাব দেখিয়েছে। আমি অপরাধ করলে শাস্তি দিন। কিন্তু এত কুৎসা কেন? আমি গরিব পরিবারের সন্তান বলেই কি এরকম! আমার অপরাধ থাকলে শাস্তি দিন, মা-মাটি-মানুষের শাস্তি মাথা পেতে নেব”। একেবারে সাধারণ পরিবারের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই করে উঠে এসেছেন। এখনও থাকেন টালির বাড়িতে। বেশভুশাও নিতান্ত সাদামাটা। কিন্তু তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কথা জানে আসমুদ্র হিমাচল।
বাম আমলে বিরোধী নেত্রী থাকার সময় বিরোধীদের মারে মাথা ফেটে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আঘাত এতটাই বেশি ছিল যে, তিনি আর বেঁচে নেই বলে খবর এসেছিল বিধানসভায়। এদিন একথা নিজেই জানান মমতা। এরপরেই বেদনাভরা কণ্ঠে তাঁর প্রশ্ন, গরিব পরিবারের সন্তান বলেই কি এই আক্রমণ তাঁর!
Be the first to comment