নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যে বাহিনীর কাজ কী হবে, কীভাবে কাজ করবে, তা নিয়ে আজ বিএসএফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিল নবান্ন। বৃহস্পতিবার বিকেলের নবান্নে মুখ্যসচিবের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা বিএসএফের আইজি। এর পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিও উপস্থিত ছিলেন। নবান্নের ওই বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।
জানা যাচ্ছে, বিভিন্ন সংবেদনশীল জায়গাগুলিতে টহলদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে টহল চলবে বাহিনীর। ইতিমধ্যেই বিএসএফের তরফে প্রতিটি জেলায় একজন করে নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাহিনীর জওয়ানদের যাতে এক জায়গা থেকে অন্যত্র যাতায়াতের ক্ষেত্রে কিংবা থাকা-খাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, তা নিয়েও আজ বিকেলের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজকের বৈঠকের পর প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যসচিব। তাঁদেরও প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে। বাহিনীর সঙ্গে যাতে সবরকম সহযোগিতা করা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
এদিকে বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, নির্বাচন পরবর্তী সময়েও প্রত্যেকটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কোথাও কোনও ঝামেলার অভিযোগ উঠে এলে, বাহিনীর জওয়ানরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান, সেই মতো বার্তা দেওয়া হয়েছে বলে খবর। একেবারে ব্লক স্তর পর্যন্ত সজাগ নজর রাখছে বাহিনী।
Be the first to comment