উত্তরাখণ্ডে দুর্যোগের জেরে ধস: অবরুদ্ধ যমুনোত্রী জাতীয় সড়ক, বিপর্যস্ত বদ্রীনাথ জাতীয় সড়কও

Spread the love

লাগাতার বৃষ্টি ও ধসের কারণে বিপর্যস্ত উত্তরাখণ্ড। তার মধ্যে নতুন করে ধস নেমে উত্তরাখণ্ডে যমুনোত্রী জাতীয় সড়ক। শনিবার সকালে গাড়ওয়ালের পাউরি তেহসিলে চামি গ্রামের কাছে রাস্তায় পাথর ভেঙে পড়ে। এর জেরে যমুনোত্রী জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। আটকে পড়েছে বহু গাড়ি। রাস্তায় সার দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একই চিত্র বদ্রীনাথ জাতীয় সড়কে। দুর্যোগের হরিদ্বারে সাত বছরের এক শিশু-সহ তিনজনের মৃত্যুর খবর মিলেছে।

গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। শনিবার সকালে ধসের জেরে বিভিন্ন অংশে ধ্বংসস্তূপ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গাড়ওয়ালের পাউরি তেহসিলে চামি গ্রামের কাছে রাস্তায় পাথর ভেঙে পড়ে রাস্তা বন্ধ। বদ্রীনাথ জাতয় সড়কে পাগল নালার কাছে ধসের কারণে যান চলাচল বন্ধ। ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলের পৌঁছেছে উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ রাস্তায় লম্বা গাড়ির সারি নজরে পড়ে।

কয়েক দিনের ভারী বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় জল জমেছে। হরিদ্বারের ৫১১টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। হরিদ্বার, লাকসার, রুরকি, ভগবানপুরের গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। হরিদ্বারে প্লাবিত এলাকায় মোতায়েন রয়েছে সেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*