ফের ভাঙড় যাওয়ার পথে বাধার মুখে নওশাদ সিদ্দিকি

Spread the love

ফের ভাঙড় যাওয়ার পথে  বাধার মুখে নওশাদ সিদ্দিকি। রবিবারও বিধাননগরের হাতিশালায় তাঁর গাড়ি আটকায় পুলিশ। সেখান থেকেই পুলিশের বিরুদ্ধে সুর চড়ান তিনি।  পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন আইএসএফের বিধায়ক। গাড়ি থেকে নেমে পুলিশ আধিকারিকে তিনি বলেন, প্রয়োজনে আমি হেঁটে ভাঙড়ে যাব। কিন্তু যাবই। তার এই গোঁয়ার্তুমি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন। ভোট পর্ব থেকে ভাঙড়ের পরিস্থিতি তিনি বিলক্ষণ জানেন। প্রশাসন যখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে সেখানে ফের কেন ইন্ধন যোগাতে তিনি যেতে চাইছেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। ভোট মিটলেও বোমাবাজি-গুলি, খুনোখুনি কোনও কিছুই বন্ধ হয়নি। ভোটের গণনার দিনই আইএসএফ এর সঙ্গে সংঘর্ষে প্রাণও গিয়েছে ৩ জনের। পরবর্তীতে ভাঙড়ের নির্দিষ্ট এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভাঙড়ের ঢোকার মুখেই নাকা পয়েন্ট করা হয়েছে। শুক্রবারের পর রবিবারও ফের ভাঙড়ে প্রবেশের আগে বিধাননগরের হাতিশালায় পুলিশি বাধার মুখে বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি রয়েছে এলাকায়। সেই কারণে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।
নওশাদ বলেন, সুপরিকল্পিত ভাবে আটকানো হচ্ছে।  ভাঙড়ের মানুষ বিপদে। এই পরিস্থিতিতে কেন বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না? প্রশ্ন নওশাদের। গাড়িতে অপেক্ষা করার পরই নেমে সরাসরি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। নওশাদ  বলেন, প্রয়োজনে একা পায়ে হেঁটে তিনি যাবেন।

অন্যদিকে, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের বক্তব্য, তাঁরা সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছেন। বিধায়কের অভিযোগ থাকলে তিনি লিখিত আকারে দিন। তা খতিয়ে দেখবে পুলিশ। কিন্তু ভাঙড়ে তাকে ঢুকতে দেওয়া সম্ভব নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*