শেষ মুহূর্তের কাজ মাঝেরহাট মেট্রো স্টেশনে, পুজোর আগেই সুখের সফর!

Spread the love

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর মাত্র ৯৫ দিন বাকি। বেশ কিছু জায়গায় খুঁটিপুজো হয়ে গেছে। রাত জেগে ঠাকুর দেখার প্রহর গুনতে শুরু করছে বাঙালি। কিন্তু পরিবহনে সহযোগিতা পাবেন তো? নিশ্চিন্তের আরামদায়ক সফর তিলোত্তমাবাসীকে উপহার দিতে এবার তৈরি কলকাতা মেট্রো। ফিনিশিং টাচ চলছে মাঝেরহাট মেট্রো স্টেশনে। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো ইতিমধ্যেই চালু হয়েছে। ঠাকুরপুকুর শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজারকে ছুঁয়ে যাওয়ার পর এবার মাঝেরহাটকে ধরে ফেলার পালা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে যাতে পুজোর আগেই আরামের সফর পেতে পারেন শহরবাসী।

মাঝেরহাট স্টেশনের কাছে তৈরি হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন, যাতে রেলযাত্রীরা ট্রেন থেকে নেমে মেট্রো ধরতে পারবেন। মানে যেমনটা শিয়ালদহ স্টেশনে রয়েছে। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো লাইনের দূরত্ব কমপক্ষে ৬ কিমি। এবার আরও ২ কিমি গতিপথ মাঝেরহাট পর্যন্ত এই শাখাকে সম্প্রসারিত করার উদ্যেগ নেওয়া হয়েছে। জোকা এসপ্ল্যানেড করিডোরের মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজে মাঝেরহাট ও তারাতলার মধ্যে যে ভায়াডাক্ট হয়ে গেছে। পাশাপাশি মেট্রো প্লাটফর্ম তৈরি হয়ে গিয়েছে। স্টেশন বিল্ডিং তৈরির কাজ খুব তাড়াতাড়ি চলছে। মেট্রো সূত্রে খবর মাঝেরহাট মেট্রো স্টেশন চালুর ডেডলাইন ২০২৩ সালের অক্টোবর মাস। মানে ঠাকুর দেখতে এবার মেট্রো সফর আরও সুগম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*