আগুন লাগল মোদির সাধের “বন্দে ভারতে”। মাত্র কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকঢোল পিটিয়ে ভোটমুখী মধ্যপ্রদেশে উদ্বোধন করেছিলেন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। ভোপাল থেকে দিল্লিগামী সেই বন্দে ভারত ট্রেনেই আগুন লাগে। সোমবার সকাল ৭ টা ৫৮ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের কুরওয়াই কিথোরা স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। সকাল ৫.৪০ এ ভোপাল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার দু’ঘণ্টার মধ্যেই আগুন লাগে বন্দে ভারতে। প্রসঙ্গত মধ্যপ্রদেশের রানি কমলাপতি এবং দিল্লির নিজামুদ্দিন স্টেশনের মধ্যে চলা এটিই মধ্যপ্রদেশের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
উল্লেখ্য কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী মোদি নতুন এই রুট উদ্বোধন করেছিলেন, আর যাত্রী পরিষেবা চালুর কয়েকদিনের মধ্যেই এই বিপত্তি। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। অগ্নিকাণ্ডে কোনও যাত্রী এখনও পর্যন্ত আহত হননি বলেই জানা গিয়েছে। তবে চলন্ত ট্রেনে এভাবে আগুন ধরে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রাণ বাঁচাতে ট্রেনের মধ্যেই যাত্রীদের ছোটাছুটি করার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, সোমবার সকালে ভোপাল থেকে দিল্লির নিজামুদ্দিনের উদ্দেশে রওনা দেওয়ার পর রানি কমলাপতি স্টেশন থেকে বেরতেই হঠাৎ ট্রেনে গোলযোগ দেখা যায়। কুরওয়াই কেথোরা স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। তখনই হঠাৎ নজরে আসে একটি কামরার নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন ধরে যায় ট্রেনের নীচের অংশে। এবং ট্রেনের সি১৪ কামরা সহ আশপাশের বেশ কিছু কামরা মুহূর্তেই কালো ধোঁয়ায় ভরে যায় । যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করেন। রেল সূত্রে খবর, ব্যাটারি বক্সে আগুন দেখতে পান কর্মীরা।বন্দে ভারত এক্সপ্রেসের নিচে থাকে এই ব্যাটারি বাক্স। তবে কীভাবে এই আগুন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে কোনও স্পষ্ট কারণ এখনও পর্যন্ত সামনে আসেনি। এতদিন পর্যন্ত বন্দে ভারতের পাথর ছোড়া, পশুর ধাক্কা ছিলই। এবার যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলে ট্রেনের ব্যাটারি বক্সেই আগুন লেগে গেল।
পশ্চিম মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক রাহুল শ্রীবাস্তব বলেছেন, “রানী কমলাপতি স্টেশন থেকে দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশনের দিকে যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস । ট্রেনটির ব্যাটারি বক্সে আগুন লেগে যায়। ফায়ার ব্রিগেড আগুন নিভিয়ে ফেলেছে এবং সব যাত্রী নিরাপদে আছেন।”
Be the first to comment