রাজ্যসভার ভোটে জয়! বিধানসভা থেকে শংসাপত্র পেলেন ৭ সাংসদ

Spread the love

গত শনিবারই বিজেপির ‘ডামি’ প্রার্থী রথীন্দ্র বসু মনোনয়ন প্রত্যাহার করার পরই একেবারে স্পষ্ট হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের ৬ প্রার্থী এবং বিজেপি থেকে এক প্রার্থী রাজ্যসভায় যাচ্ছেন। সোমবার রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে হাতে জয়ের শংসাপত্র পেলেন মোট ৭ প্রার্থী।

সোমবার প্রথমে তৃণমূলের প্রার্থীদের শংসাপত্র প্রদান করা হয়। রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিরোধী জোটের বৈঠকে যোগদান করতে বেঙ্গালুরু যাওয়ায় তাঁর হয়ে শংসাপত্র নেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি এদিন সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক ও সাকেত গোখলে শংসাপত্র গ্রহণ করেন। পরে জয়ের শংসাপত্র হাতে তুলে দেওয়া হয় বিজেপি প্রার্থী অনন্ত মহারাজকে।

তবে এদিন জয়ের শংসাপত্র হাতে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর অভিযোগ, যেভাবে বাংলাকে লাগাতার ভাতে মারার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আগামীদিনে তা আরও বৃহত্তর আকার নেবে। আমরা তৃতীয় বারের জন্য রাজ্যসভায় গিয়ে আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার বিরুদ্ধে সরব হব। অন্যদিকে, সমাজকর্মী সামিরুল জানান, দীর্ঘদিন রাজ্যকে বঞ্চনা করেছে কেন্দ্র। পল্লীসমাজের উন্নয়নের জন্য কোনও কাজ করছে না মোদি সরকার। আদিবাসী, কুড়মি, সংখ্যালঘু ও পরিযায়ী শ্রমিকদের অধিকার নিয়ে আমি আগেও লড়াই করেছি। তাঁদের অধিকারের জন্য আমি রাজ্যসভায় সরব হব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*