মমতার ভূয়সী প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে

Spread the love

সাধারণত রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি বিরূপ মত প্রকাশ করেন বলেই ধারনা। তবে, মুখ্যমন্ত্রীর বিষয়ে তিনি বরাবরই শ্রদ্ধাশীল। ফের কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় তৃণমূল সুপ্রিমোর ভূয়সী প্রশংসা। সোমবার, একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।’’

এদিন, এক মামলার শুনানিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন বিচারপতি। সরাসরি নাম না নিয়ে বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে তিনি বলেন, সুপ্রিমো বিচারপতিদের সম্মান করেন। দায়িত্বশীল রাজনীতিবিদ। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যারের প্রসঙ্গে বার সম্পাদক জনান, ‘‘তিনি আমাদের জগতের মানুষ। রীতমতো মেম্বারশিপ রয়েছে।’’

নিয়োগ মামলায় বারবার বিভিন্ন মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে চর্চা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়ে উচ্চতর বেঞ্চে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে। এই বিষয়ে রাজনৈতিক মহলে নানা টিপ্পনিও হয়েছে। তবে, মুখ্যমন্ত্রী বারবার নিজের মন্তব্যে আদালতের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেছেন। অতীতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখোমুখি হন। সেখানেও সৌজন্য বিনিময় করেন দুজনে। সেই সময় তাঁকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ কথা নিজেই জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।‘‘

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*