একটা বালতি উল্টে দেখাক! থরথর করে কাঁপছে: বিজেপিকে তীব্র কটাক্ষ মমতার

Spread the love

বিরোধীদের জোট দেখে ভয় পেয়েছে বিজেপি। কাল থেকে থরথর করে কাঁপছে। বুধবার বিকেলে হঠাৎই এসএসকেএমএ নন্দীগ্রামে আহত দলীয় নেতা-কর্মীদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখে বেরনোর সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভোট পরবর্তী হিংসায় যে কজন মারা গিয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন তৃণমূলের কর্মীরাই। এরপরেই বিজেপিকে তুলোধনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, কুৎসা, হিংসা, রক্ত ঝরাচ্ছে বিজেপি। গেরুয়া শিবিরের সরকার ফেলে দেওয়ার হুমকির জবাবে তীব্র তাচ্ছিল্যের সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগে একটা বালতি উল্টে দেখাক!

পঞ্চায়েত ভোটে সময় বা ভোট পরবর্তী হিংসায় আহত নন্দীগ্রামের তৃণমূলের নেতাকর্মীদের সাতজন এখনও ভর্তি রয়েছেন এসএসকেএম-এ ট্রমা কেয়ার ইউনিটে।সেখানে যান মুখ্যমন্ত্রী সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। কীভাবে আক্রান্ত হয়েছেন, জানতে চান। তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক এবং উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভোটের সময় বা তার পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেয়া হচ্ছে আহত যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ওদের কোনও কাজকর্ম নেই। শুধু কুৎসা আর হিংসা ছড়াচ্ছে। বিভেদের রাজনীতি করছে। বিরোধী জোট দেখে ভয় পেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী কথায়, আগামী নির্বাচনে মানুষ ভোটের মাধ্যমে এদের বদলা নেবে।

কথার কথায় বিজেপি বলছে, সরকার ফেলে দেবে। এই হুমকির জবাবে সেদিন তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড় বলেন, “আগে একটা বালতি উল্টে দেখাক। অত সোজা নয়। ওদের সরকার উল্টে গেছে। কাল থেকে তো ভয় থরথর করে কাঁপছো।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*