মণিপুরের নারকীয় ঘটনা নিয়ে টুইটে তীব্র প্রতিবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বর্বরতা মানবতার লজ্জা! বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে তীব্র প্রতিবাদ করেন মমতা। এদিন দুপুরে টুইট করে মমতা জানান, “মণিপুরের ভয়ঙ্কর ভিডিওতে উন্মত্ত জনতা দুই মহিলার সঙ্গে নির্মম আচরণ করেছে যা দেখে হৃদয় ভেঙে যায়। প্রান্তিক মহিলাদের উপর যে হিংসা চালানো হয় তা প্রত্যক্ষ করার বেদনা ও যন্ত্রণা কোনও শব্দে প্রকাশ করা যায় না। এই বর্বরতা মানবতার লজ্জা। দুষ্কৃতীদের এই ধরনের অমানবিককাণ্ডের নিন্দা ও ভুক্তভোগীদের বিচারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।“
হিংসাদগ্ধ এই রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে গিয়েছিল তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে রাজ্যের ভয়াবহ অবস্থার ছবিটা তুলে ধরেন তাঁরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, “সংবাদ মাধ্যমের ছবি বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে নয়। আমরা সেখানে গিয়ে প্রত্যক্ষ করেছি কী ভয়ংকর অবস্থায় রয়েছেন মণিপুরবাসী।” তৃণমূলের প্রতিনিধি দলের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা ।
Be the first to comment